সাদেক হোসেন খোকার ৩য় মৃত্যুবার্ষিকী আজ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৪ নভেম্বর নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সকালে জুরাইনে কবর জিয়ারত করা হবে। বাদ আসর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে (মতিঝিল মধুমিতা সিনেমা হলের পেছনে) আয়োজন করা হয়েছে দোয়া মাহফিল।
খোকার বড় ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গত নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নে নির্বাচন করেছিলেন। এ ছাড়াও তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদে রয়েছেন। সাদেক হোসেন খোকা ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। ঢাকা মহানগর ফুটবল সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন তিনি। ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারও পান।
