Logo
Logo
×

খবর

করোনাকালীন শিখন ঘাটতি পূরণে পরিকল্পনা নিয়েছি: শিক্ষামন্ত্রী

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

করোনাকালীন শিখন ঘাটতি পূরণে পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। শুক্রবার দুপুরে চাঁদপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনাকালে শিক্ষার্থীদের শিখন ঘাটতি কোথায় কী হয়েছে, এ বিষয়ে গবেষণার ফল এবং বিশেষজ্ঞ দল ও শিক্ষা কার্যক্রমে যারা যুক্ত তাদের সবার সমন্বয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাদের এই শিখন ঘাটতি হয়েছে তাদের জন্য প্রতিটি প্রতিষ্ঠানের কোথায় আমরা রেমিডিয়াল ক্লাস করাব, কোথায় অ্যাসাইনমেন্ট দেব-এ বিষয়ে সব পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সপ্তাহেই মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক রয়েছে। বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এর পরই বাস্তবায়ন শুরু হবে।

এর আগে মন্ত্রী মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, পুলিশ নারী কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. আফসানা শর্মীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম