Logo
Logo
×

খবর

হোমনায় নিখোঁজের ১৮ দিন পর স্কুল ছাত্রের কাটা লাশ

Icon

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কুমিল্লার হোমনায় নিখোঁজের ১৮ দিন পর মো. হৃদয় নামের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রের লাশের কাটা অংশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার ঘনিয়ারচর গ্রামের কালু শাহের বাড়ির পাশের নদীতে তার নিম্নাংশের সন্ধান মেলে। পরে তার পরিবার তার পরনের প্যান্ট দেখে লাশ শনাক্ত করে। হৃদয় উপজেলার চিৎপুর গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে। শনিবার হৃদয় বাড়ি থেকে নিখোঁজ হলে হোমনা থানায় সাধারণ ডায়েরি করেন তার চাচা এনায়েত।

হৃদয়ের চাচা এনায়েত জানান, হৃদয় ১১ জুন সকালে তার বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে যায়। এ সময় তার এক বন্ধুর সঙ্গে ঝগড়া হয়।

তার বন্ধুর বাবা পিয়াস ও মা লাভলী বেগম বাড়িতে এসে বকাঝকা করে এবং তাকে পেলে দেখে নেবে বলে হুমকি দেন। এরপর থেকে হৃদয়কে পাওয়া যায়নি।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম