ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শনিবার ইউআইইউ ক্যম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম। সম্মানিত অতিথি ছিলেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান এবং ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. ইমরান রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং ইউআইইউ’র সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম রিজওয়ান খান। ইউআইইউর উপাচার্য ও ইউল্যাবের উপাচার্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইউআইইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম মিয়া, ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক শামসাদ মর্তুজা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।