খবর ও ছবি
ইউআইইউর ‘স্মার্টার ইউরোপ অ্যাওয়ার্ড-২০২২’ অর্জন
প্রকাশ: ১৪ মে ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চের উদ্ভাবিত ‘স্মার্ট সোলার ইরিগেশন সিস্টেম’ গবেষণা প্রকল্পটি ‘স্মার্টার ইউরোপ অ্যাওয়ার্ড-২০২২’ অর্জন করেছে। গবেষণা প্রকল্পের দলনেতা ও প্রধান গবেষক এবং ইউআইইউর সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী ১০ মে জার্মানির মিউনিখ শহরে ইন্টারসোলার ইউরোপ সম্মেলনে এ পুরস্কার গ্রহণ করেন। স্মার্ট সোলার ইরিগেশন সিস্টেম হলো-সৌরশক্তির ওপর ভিত্তি করে একটি স্মার্ট, স্বয়ংক্রিয় পানি সেচ ব্যবস্থা। এ সিস্টেমে রয়েছে স্মার্ট সেন্সর, যেমন-মাটির আর্দ্রতা, পানির স্তর, পিএইচ সেন্সর ইত্যাদি। দিকনির্দেশক যোগাযোগ ব্যবস্থা, আইওটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা সংবলিত উদ্ভাবিত সিস্টেমটিতে মোবাইল/ওয়েব-ভিত্তিক প্রিপেমেন্ট ব্যবস্থা যুক্ত রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।