ড. জাকির কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চার বছরের জন্য কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. একেএম জাকির হোসেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ড. জাকির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বর্তমানে ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের (আচার্য) অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম জাকির হোসেনকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হলো।
বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মকবুল হোসেন ও জামিলা খানমের ছেলে জাকির হোসেন রংপুরের বদরগঞ্জ উপজেলার উত্তর বাউচান্দি পাকের মাথা গ্রামে জন্মগ্রহণ করেন।
অধ্যাপক ড. জাকির বলেন, উত্তরের কৃষিকে উন্নত করতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তাই উত্তরের কৃষি এবং কৃষক যেন এ বিশ্ববিদ্যালয় থেকে উপকৃত হয় সে লক্ষ্যে কাজ করব।