Logo
Logo
×

খবর

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পাবলিক লেকচার অনুষ্ঠিত

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ০২:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মালয়েশিয়ার মালায়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতির অধ্যাপক এবং গ্লোবাল লেবার অর্গানাইজেশনের (জিএলও) দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান ড. নিয়াজ আসাদুল্লাহ (পিএইচডি, অক্সফোর্ড) সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশের অর্থনীতির ৫১ বছরের অর্জন, অন্তর্দ্বন্দ্ব ও চ্যালেঞ্জ’ বিষয়ে একটি গণবক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠানটি ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, এনএসইউ এবং জিএলও-এর আন্তর্জাতিক নেটওয়ার্ক যৌথভাবে আয়োজন করে। ইভেন্টের ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার হিসাবে সংযুক্ত ছিল এনএসইউ অর্থনীতি বিভাগের ছাত্র পরিচালিত ‘ইয়ং ইকোনমিস্টস ফোরাম’ (ওয়াইইএফ)।

অধ্যাপক নিয়াজ আসাদুল্লাহ তার কৌতূহলী এবং চিন্তাউদ্দীপক বক্তৃতায় স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বিভিন্ন সূচকে দশকভিত্তিক পরিসংখ্যান পর্যালোচনা সাপেক্ষে উন্নয়ন অর্জনগুলোকে খতিয়ে দেখেন। তিনি ব্যাখ্যা করেন যে, পাকিস্তান ও ভারতের তুলনায় বাংলাদেশের সামাজিক অর্জনগুলো ব্যতিক্রমী। যেমন-মেয়েদের স্কুলে যাওয়া, জনসংখ্যার উর্বরতা হ্রাস, শিশু টিকাদান কর্মসূচি, নারীর গর্ভনিরোধক ব্যবহার এবং জন্মদান ক্ষেত্রে ছেলেসন্তান প্রীতি হ্রাস।

গণবক্তৃতা শেষে নর্থ সাউথ ইউনিভার্সিটি একটি মুক্ত প্রশ্নোত্তর অধিবেশনের আয়োজন করে যেখানে অংশগ্রহণকারী ছাত্র ও শিক্ষকরা সক্রিয়ভাবে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ বিষয়ে বক্তাকে প্রশ্ন করেন। শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। আরও উপস্থিত ছিলেন এনএসইউর প্রোভাইস চ্যান্সেলর ড. এম ইসমাইল হোসেন, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. আসাদ করিম খান প্রিয় প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম