Logo
Logo
×

খবর

আইইউবিতে বঙ্গবন্ধু ও স্বাধীনতাবিষয়ক আলোচনা

Icon

প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং ৫২তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। মঙ্গলবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবির ক্যাম্পাসে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বর্তমান বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান। আইইউবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্স এবং উপ-উপাচার্যের কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম