রোজার মাসেও খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রমজান মাসেও পুরোদমে চলছে দেশের সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে ২০ রমজান পর্যন্ত। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান ২৬ এপ্রিল পর্যন্ত। ৩ এপ্রিল রোজা শুরু হতে পারে। সেই হিসাবে ২৪ রোজা পর্যন্ত চলবে এসব প্রতিষ্ঠান।
সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান খোলা রাখার ব্যাপারে নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ ছিল। এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমুহে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত থাকবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ সিদ্ধান্ত সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের মাধ্যমে নেবে।