শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার করতে হবে: ববিতে ড. জাফর ইকবাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
তারুণ্য জীবনের শ্রেষ্ঠ সময়। জীবনে ভালোকিছু করতে হলে টেকনোলজি তথা তথ্য-প্রযুক্তির অবাধ ব্যবহার রোধ ও সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো কারণে হতাশ না হয়ে বরং সব বিষয় উপভোগ করতে হবে। শ্রেণিকক্ষের শিক্ষাই যথেষ্ঠ নয়, এর বাইরেও অনেক কিছু শেখার আছে। তোমাদেরকে সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে আরও বেশি যুক্ত হতে হবে। নিজেদের বিকশিত করতে তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে অংশ নিতে হবে। তোমরা যে বিষয়ে পড়ালেখা কর না কেন সে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। কেননা, সফলতা লাভে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। কলা ও মানবিক অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম।
আরও বক্তব্য দেন, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইউম ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনামিকা বিশ্বাস। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আইন বিভাগের ছাত্রী মরিয়ম নূপুর ও পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল শাওন। ওরিয়েন্টেশন শেষে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।