
প্রিন্ট: ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ এএম
বরুড়ায় তিন শিশু ধর্ষণের ঘটনায় দুই মামলা

কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
কুমিল্লার বরুড়া উপজেলায় একই মাদ্রাসার তিন শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। বরুড়া থানায় সোমবার রাতে দুটি মামলা করে তিন শিশুর পরিবার। মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি ইকবাল বাহার মজুমদার।
তিনি বলেন, মামলায় স্থানীয় আলী আকবরকে আসামি করা হয়েছে। শিশুদের পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আকবরকে আইনের আওতায় আনতে কাজ করছি।
জানা গেছে, স্থানীয় মিজবাহুল উলুম মহিলা ও নূরানী মাদ্রাসা মাঠে খেলাধুলা করত এ তিন শিশু। মাদ্রাসাটি স্থানীয় আলী আজ্জমের ছেলে আলী আকবরের বাড়ি থেকে তিনশ গজ দূরে। তাই মাদ্রাসা মাঠ থেকে প্রতিদিনই তারা ওই বাড়ির আশপাশে খেলতে যেত। আলী আকবর ১৯ ও ২০ মার্চ তাদের চকলেট ও ১০ টাকার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুরা বাড়ি এসে স্বজনদের জানালে তারা থানায় মামলা করেন। ঘটনার পর থেকে আলী আকবর পলাতক রয়েছে।