উচ্চশিক্ষার সব সেবা ডিজিটালাইজ করা হবে : ইউজিসি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
প্রকাশ: ২১ মার্চ ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ইনোভেটিভ বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে দেশের বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সব সেবা ডিজিটাল প্লাটফর্মে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও ইনোভেশন টিমের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। ইউজিসির ২০২১-২২ অর্থবছরে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ‘উদ্ভাবনবিষয়ক প্রশিক্ষণে’ প্রধান অতিথির বক্তব্যে রোববার তিনি এ কথা জানান। ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ট্রেনিং বিভাগের পরিচালক মো. মাকছুদুর রহমান ভূঁইয়া বক্তৃতা করেন। কমিশনের সিনিয়র সহকারী পরিচালক ও ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট মো. রবিউল ইসলামের পরিচালনায় প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসাবে যুক্ত ছিলেন এটুআই কনসালটেন্ট (উপসচিব) জিয়াউর রহমান। প্রশিক্ষণে ইউজিসির বিভিন্ন পর্যায়ের ২৫ জন কর্মকর্তা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।