Logo
Logo
×

খবর

উচ্চশিক্ষার সব সেবা ডিজিটালাইজ করা হবে : ইউজিসি

Icon

প্রকাশ: ২১ মার্চ ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইনোভেটিভ বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে দেশের বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সব সেবা ডিজিটাল প্লাটফর্মে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও ইনোভেশন টিমের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। ইউজিসির ২০২১-২২ অর্থবছরে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ‘উদ্ভাবনবিষয়ক প্রশিক্ষণে’ প্রধান অতিথির বক্তব্যে রোববার তিনি এ কথা জানান। ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ট্রেনিং বিভাগের পরিচালক মো. মাকছুদুর রহমান ভূঁইয়া বক্তৃতা করেন। কমিশনের সিনিয়র সহকারী পরিচালক ও ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট মো. রবিউল ইসলামের পরিচালনায় প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসাবে যুক্ত ছিলেন এটুআই কনসালটেন্ট (উপসচিব) জিয়াউর রহমান। প্রশিক্ষণে ইউজিসির বিভিন্ন পর্যায়ের ২৫ জন কর্মকর্তা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম