Logo
Logo
×

খবর

রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) এবং স্নাতক (ইঞ্জিনিয়ারিং) প্রথমবর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার দুপুর ১২টা থেকে ২০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে। বিশ্ববিদ্যালয়টির চারটি অনুষদভুক্ত পাঁচটি বিভাগের মধ্যে ১৭৫টি আসন রয়েছে। এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি, ফরেস্ট্রি অ্যান্ড অ্যানভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ২৫টি, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগে ২৫টি, ম্যনেজমেন্ট বিভাগে ৫০টি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগে ২৫টি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম