সামিট ও কমনওয়েলথ এলএনজি বাংলাদেশে বছরে এক মিলিয়ন টন এলএনজি সরবরাহের লক্ষ্যে সোমবার সমঝোতা চুক্তি সই করেছে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রমে উপস্থিতিতে এ চুক্তি সই হয়। অনুষ্ঠানে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য জ্বালানি উৎসের লভ্যতার গুরুত্ব আরোপ করেন। এই চুক্তিটির আওতায় সামিট অয়েল অ্যান্ড শিপিং ২০ বছর পর্যন্ত লুসিয়ানার ক্যামেরনে অবস্থিত কমনওয়েলথ-র ৮.৪ এমটিপিএ ক্ষমতাসম্পন্ন দ্রুত উন্নয়নাধীন অবকাঠামো থেকে সম্ভাব্য বছরে এক মিলিয়ন টন এলএনজি ক্রয় করতে পারবে। সংবাদ বিজ্ঞপ্তি।