Logo
Logo
×

খবর

১২ বছরে কালের কণ্ঠ

Icon

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১২ বছরে পদার্পণ করেছে দৈনিক কালের কণ্ঠ। এ উপলক্ষ্যে গত শনিবার সন্ধ্যায় নিজ বা রেবনে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে শুভসূচনা করেন দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। তিনি কালের কণ্ঠ পরিবারের সদস্য এবং পাঠক-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় কালের কণ্ঠ সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, এডিটরিয়াল বোর্ড সদস্য এবং সিনিয়র সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১০ সালের ১০ জানুয়ারি পথচলা শুরু করেছিল কালের কণ্ঠ। শুরু থেকেই মুক্তিযুদ্ধের আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা ও মুক্তবুদ্ধিচর্চার দৈনিকটি তার স্বকীয়তা ধরে রেখেছে। প্রতি বছর উৎসবমুখর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হলেও এবার করোনাভাইরাসের কারণে তেমন আয়োজন নেই। ১২ বছরে পদার্পণ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের ৫০ তাৎপর্যপূর্ণ ঘটনা নিয়ে কালের কণ্ঠ টানা পাঁচ দিন প্রকাশ করছে বিশেষ ক্রোড়পত্র। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম