Logo
Logo
×

খবর

চলচ্চিত্র পরিচালক আফতাব খান টুলুর করোনায় মৃত্যু

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার মারা গেছেন চিত্র পরিচালক আফতাব খান টুলু (৬৬)। শুক্রবার থেকেই তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সমিতিসহ সিনেমাসংশ্লিষ্ট সংগঠনগুলো শোক প্রকাশ করেছে। আফতাব খান টুলু দীর্ঘদিন ধরেই ঢাকার মোহম্মদপুরের শেখেরটেকে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। তার পরিচালিত প্রথম ছবি ‘দায়ী কে?’। এটি ১৯৮৭ সালে মুক্তি পায়। সে ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে এটিএম শামসুজ্জামান ও কাজী হায়াৎ। এ ছবির মাধ্যমে এটিএম শামসুজ্জামান শ্রেষ্ঠ অভিনেতা ও কাজী হায়াৎ শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া টুলু পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলো হল দুনিয়া, ফুল আর কাঁটা, সতীপুত্র আবদুল্লাহ, আমার জান, ভালোবাসা ভালোবাসা, সবাই তো সুখী হতে চায়। টুলুর পরিচালিত ‘সবাই তো সুখী হতে চায়’ ছবির মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক হয় শাকিব খানের।

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম