সিলেটে জঙ্গি সদস্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
সিলেটে শাফায়েত আহমেদ চৌধুরী নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল ইসলাম ও আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে আটক করেছে র্যাব। বুধবার রাত ১০টায় নগরীর সাগরদীঘিরপাড় মনিপুরীপাড়ার সৈয়দপুরী গলির বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি ২য় বর্ষের ছাত্র। তার বাবা জকিগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কাওছার আহমদ চৌধুরী। তাকে ঢাকা পাঠানো হয়েছে। এরপর আদালতে সোপর্দ করা হবে।
র্যাব জানায়, শাফায়েতের সিলেটে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। এ লক্ষ্যে তিনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে তারা জঙ্গিবাদ বিস্তারের চেষ্টা চালান। ২৯ জানুয়ারি রাজধানী ঢাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল ইসলাম ও আনসারুল্লাহ বাংলা টিমের ৩ সদস্যকে আটক করে র্যাব। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম শাফায়েতকে নজরদারিতে রেখেছিল। বুধবার রাত ১০টায় বাসার ভেতর থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১৫টি জিহাদি বই, জঙ্গিদের ট্রেনিং ম্যানুয়াল, পাসপোর্ট, একটি মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন ধরনের উসকানিমূলক লিফলেট উদ্ধার করা হয়েছে।