Logo
Logo
×

খবর

৫০ বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বর্ণাঢ্য আয়োজন

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রতিষ্ঠার ৪৯ বছর পেরিয়ে ৫০ বছরে পদার্পণ করেছে। রোববার বর্ণাঢ্য কর্মসূচির পালনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সেখান থেকে ভিসির অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল-দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, সিনেটরসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এরপর বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দীন মুক্তমঞ্চে ছাত্র কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৩টায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পুতুলনাট্য প্রদর্শনী, বিকাল ৫টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় ‘নকশীকাঁথা ব্যান্ডের’ সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করা হয়।

১৯৭০ সালের ২০ আগস্ট তৎকালীন সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্বনাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিলিয়ে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামকরণ করে। এরপর ১৯৭১ সালের ১২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার অ্যাডমিরাল এসএম আহসান বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাস হলে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখা হয়। তবে ২০০১ সাল থেকে এ দিনটিকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালন করে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভিসির অপসারণ দাবিতে কালো পতাকা প্রদর্শন : ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি চলাকালে তারা এ বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন করেন। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে কালো পতাকা নিয়ে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে অমর একুশে ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে আন্দোলনকারীরা ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পাশাপাশি তার অপসারণ দাবি করেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে ভিসির ‘দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের’ চিত্রাঙ্কিত ব্যানার প্রদর্শন করেন আন্দোলনকারীরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম