Logo
Logo
×

খবর

গ্লোবাল ভার্সিটির ভিসি প্রফেসর আনিসুজ্জামান

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ৩১ মে ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রপতি ও গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ বরিশালের চ্যান্সেলর মো. আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, দার্শনিক ও শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানকে ভার্সিটিটির ভিসি হিসেবে নিয়োগ দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জিন্নাত রেহানা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিভাগীয় শহর বরিশালে এ বিশ্ববিদ্যালয়টি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বরিশাল শহরের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০-এর ৩১(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. আনিসুজ্জামানকে ৪ বছরের জন্য গ্লোবাল ভার্সিটির ভিসি পদে নিয়োগ দেন।

ড. আনিসুজ্জামান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সুপারনিউমারারি প্রফেসর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে দর্শনে অনার্স ও ১৯৭৩ সালে মাস্টার্স করেন। ১৯৮১ সালে এমফিল করার পর তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে দার্শনিক নৃতত্ত্বের ওপর ১৯৮৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম