একটু থামবে কি? থামবে কি একটু এমন!
সন্ধ্যা নামে শ্রান্ত দেহে, ঝরে পড়ে পাতা ঝরার মতন;
ভালোবাসা দিয়ে ভালোবাসা পেলে ভুলে যাব তোমার করুণার ঋণ
সেই হাসি, সেই রূপরাশি, বুকে এসে ভাঙে যখন
অনাগত বিরহে তোমার দুয়ারে থামি তখন
থামার তো কথা ছিল না, থেমে যায় জীবন।
একটা জীবন চেয়ে চেয়ে বাধা-ব্যবধানহীন
অর্ধেক তার গেছে ভুলে, অর্ধেক মিশে আছে যমুনার জলে
জল কেবল জল নয়, চোখেতে টলমল;
একটু থামবে কি? একটু থামবে এমন!
যেমন করে আবেগের অক্ষর প্রতিধ্বনি তোলে হৃদয়ের ভেতর
একটু জমবে কি শীতের সুজির পায়েসের মতন
এমন মনে হয়, কেমন মনে হয়, মনে হয় এমন?
তোমার হাতে লেখা ছিল আমার সর্বনাশের দহন।