Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

লাশের মিছিল

Icon

মোবাশ্বির হাসান শিপন

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আমাদের সাদামাটা গল্পের ওমে

ভাপ ওঠা বাষ্পে এখন-

হাসি-খুনসুটির খই ফোটেনা নির্বাসিত আড্ডায়; বরং

গোধূলির বিষণ্ন আলোর বিকিরণে লাশ হয়ে ঘোরে।

শৈশবচোর গুগল দুনিয়ার মেকি ভাবানাস্ত্র আর কয়দিন!

আমাকে বিবস্ত্র জোছনা ডাকে, নদী ডাকে, অস্থির সঙ্গ ডাকে

এক হাঁটু আগামীর সম্ভাবনা ডাকে,

হায়! আলস্যের কেবিনে উপসংহার সেঁটে যায় বিবাগী সময়।

তোমাদের জনপদে মৃত্যুর সাইরেন, বিকলাঙ্গ বোশেখ

এক অদ্ভুত আঁধারে সমর্পিত;

আতরের সুবাস আর লোবানের ধোঁয়ায়

সাদা কফিন পথ খোঁজে সাড়ে তিন হাত পরিখায়!

চাঁদের আলোয় কিংবা নির্বাসনের নির্জনতায়

এক পরিচয়হীন অনুজীব

মানুষের অক্ষমতার কৃষ্ণ গহ্বরে

শুধু লাশের মিছিল বিলায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম