
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০১:৪৮ এএম
ওখানে কোনো ডাকঘর ছিল না

মামুন আজাদ
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
যে বন্ধুটি গত শীতে মারা গেল
আমার চিঠি তার কাছে পৌঁছায়নি
কেননা তার ঠিকানায় কোনো ডাকঘর ছিল না
আমার চরমতম বিশ্বাসী বন্ধু
যার তুলনা কেবল ফেরেশতার সাথে
পিয়নের অপেক্ষায় যার জীবনাবসান হলো
আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না
তবুও; তার খাতায় কোনো দাগ পড়েনি
যদিও আমি ছিলাম সাক্ষাৎ শয়তান
আর কে না জানে
ফেরেশতা এবং শয়তান উভয়ই ‘বিশ্বাসী’।