Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

নাগালিঙ্গম

Icon

মাইনুর নাহার

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বহু প্রতীক্ষিত ভালোবাসা আহা!

নাগালিঙ্গম ফুল হয়ে ফোটে

যেন

গোধূলির সব রং গায়ে মেখে নিয়ে।

তুমুল বর্ষণে তাই স্পন্দন জেগে ওঠে

প্রাণে

রঙের চাদর গায়ে কামগন্ধী

নাগিনীরা

সুবাস ছড়ায়

মদালসা ঘ্রাণে ডুবে মত্ত হয় নাগলোক

সঙ্গম-বিলাসে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম