Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

কিন্তু, না

Icon

রবীন্দ্রনাথ রায় চৌধুরী

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

তোমার জন্যে মরতে মরতে উঠে দাঁড়াই

তোমার জন্যে নিদ্রাবিহীন রাত্রি কাটাই,

তোমার জন্যে সূর্যটাকে পিছে ফেলে

ছুটে বেড়াই ডাঙ্গা থেকে অথৈ জলে,

খুঁজে আনি একশো আটটা নীলপদ্ম

তোমার জন্যে জীবন করেছি নিরেট গদ্য,

তোমার জন্যে কলজে আমার পাখির বাসা

তোমার জন্যে পথ ধরেছি সর্বনাশা,

তোমার জন্যে দূর করেছি নিকট যত

তোমার জন্যে বিষ গিলেছি নীলকণ্ঠের মত,

তোমার জন্যে কিনতে গিয়ে স্বপ্ননদী

উজান ঠেলে নৌকো চালাই নিরবধি-

কিন্তু যতই জল ঢেলেছি নদীর মতন

সমুদ্রের তৃষ্ণা তাতে মেটে না তেমন!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম