Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

কবিতা

আমি-তুমির লতায়ন

Icon

ময়ুখ চৌধুরী

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বুৎপত্তি সন্ধান করে দ্যাখো, আছে কিবা,-

তুমি যদি আলো তবে আমি বহুবচনের বিভা।

এ কথা তো জানো নিশ্চয়-

সূর্যের কিরণ থেকে চাঁদের নরম আলো হয়।

তুমি যদি ঝর্ণা হও আমি তবে পাথরের ক্ষত,

আমি যদি ক্ষত হই তবে তুমি প্রিয়তম ক্ষতি।

এ কথাও মানো নিশ্চয়-

দুটো ডানা যুক্ত হলে উড়ন্ত পাখির শিল্প হয়।

তুমি যদি স্বর্ণ হও আমি তবে দরকারি খাদ।

এ কথাও জানো নিশ্চয়-

কিছু খাদ না মেশালে চোরাচালানির হাতে জিম্মি হতে হয়

ভেবে দ্যাখো শুধু একবার-

দিনে আর রাতে মিলে আলোর অপব্যবহার!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম