
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০১:৫৭ এএম

জুবায়ের হোসেন
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
দক্ষিণ এশিয়ার সেরা উদ্যোক্তা সম্মাননাপ্রাপ্ত তরুণ প্রযুক্তিবিদ জুবায়ের হোসেন। দীর্ঘদিন ধরে মোবাইল অ্যাপ ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে। প্রযুক্তির সব থেকে সম্ভাবনাময় সেক্টরগুলোর মধ্যে অন্যতম মোবাইল অ্যাপ। জুবায়ের খুব কাছ থেকে দেখেছেন এ সেক্টরের অপার সম্ভাবনা। এমন সম্ভাবনাকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বহুদিন ধরে। তারই ধারাবাহিকতায় এবারের অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ প্রকাশিত হয়েছে এ তরুণ প্রযুক্তিবিদের প্রথম বই ‘মোবাইল অ্যাপে ক্যারিয়ার’। বইটি পাওয়া যাবে অন্বেষা প্রকাশনের ৩৩ নম্বর প্যাভিলিয়নে।
দীর্ঘ ৯ বছরের অভিজ্ঞতা আর গবেষণায় পাওয়া তথ্য পাঠকদের সঙ্গে ভাগাভাগি করতেই বইটি লিখেছেন এ তরুণ নির্মাতা। সেই সঙ্গে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এবং এ সেক্টরে ক্যারিয়ার গড়ার জন্য সেরা সব পন্থা, মাইন্ডসেট, টাকা ইনকামের রাস্তা, ফ্রিল্যান্সিং, অ্যাপভিত্তিক স্টার্টআপ, মোবাইল অ্যাপের মার্কেটিংসহ গুরুত্বপূর্ণ সব তথ্য তুলে ধরেছেন বইটিতে।
আপনি নিজেও হয়তো প্রতিদিনই স্ন্যাপচ্যাটিং করে বা পকিমন ধরে দিনের অনেকটা সময় পার করছেন। মোবাইল অ্যাপ ডেভেলপাররা প্রতিদিনই এমন কিছু করছে যেটা পৌঁছে যাচ্ছে পুরো দুনিয়ার কোটি মানুষের কাছে। আর এ জন্যই মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারদের চাহিদা দিন দিনই বাড়ছে। সামাজিক উন্নয়ন, মানুষের স্ট্রেস কমানো, বিনোদন, জীবনকে সহজ করা সব ক্ষেত্রেই অবদান রাখছেন ডেভেলপাররা।
২০১৮ সালে, বিশ্বব্যাপী মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ৩৬৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করা হয়েছে। ২০২৩ সাল নাগাদ এ আয় প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়ে ৯৩৫ বিলিওন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তির সম্ভাবনাময় এ সেক্টরকে তুলে ধরবে ‘মোবাইল অ্যাপে ক্যারিয়ার’ বইটি। মূলত তরুণদের উদ্দেশ করে বইটি লেখা হলেও সাবার জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ। একটা রেস্টুরেন্ট, সুপারশপ, ব্যাংক, এনজিও, ট্রাভেল এজেন্সি অথবা যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান প্রতিদিনই তাদের ব্যবসা প্রসারিত করছে। আর এ ক্ষেত্রে অনলাইনকেন্দ্রিক সেবা প্রদানে সব থেকে এগিয়ে আছে মোবাইল অ্যাপ। আপনি এ ধরনের প্রতিষ্ঠানের একজন কর্মী হিসেবে যদি অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে ভালো ধারণা না রাখেন তাহলে প্রতিষ্ঠানে ভ্যালু অ্যাড করার ক্ষেত্রে পিছিয়েই থাকবেন। আর যারা এ সেক্টরকে সরাসরি ক্যারিয়ার হিসেবে জড়িয়ে নিতে চান তাদের জন্য তো কথাই নেই! এম হোসেন
মোবাইল অ্যাপে ক্যারিয়ার জুবায়ের হোসেন প্রকাশক অন্বেষা প্রকাশন
মূল্য ২০০ টাকা