
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০৭:২২ এএম
শাজাহানপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
বগুড়ার শাজাহানপুরে শাহজালাল তালুকদার পারভেজ (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকালে উপজেলার মাথাইল চাপড় এলাকায় এ ঘটনা ঘটে।
পারভেজ শাজাহানপুরের আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বগুড়া সদরের কৈচড় বিএম কলেজের প্রভাষক ছিলেন। তিনি ইউনিয়নের সাবরুল হাটখোলাপাড়ার সাবেক ইউপি সদস্য মনসুর রহমান তালুকদার মন্টুর ছেলে।
পুলিশ, স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পারভেজ এলাকা থেকে মোটরসাইকেলে রানীরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা অটোরিকশা নিয়ে তাকে ধাওয়া করে ধরে ফেলে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। তখন দৌড়ে রাস্তার পাশে একটি বাড়িতে আশ্রয় নেন তিনি। সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। অস্ত্রের আঘাতে পারভেজের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই মাস্টার জানান, নিহত শাহজালাল তালুকদার পারভেজ তার সংগঠনের সহ-সভাপতি ছিলেন। জমিজমা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছেন। তিনি এ হত্যাকাণ্ডের নিন্দা ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য হযরত আলী মাস্টার জানান, এলাকায় সন্ত্রাস ও মাদক ব্যবসায় যুক্ত সাগর বাহিনী এ হত্যাকাণ্ডে জড়িত। সাগর জেলে থেকে আমাকেও হত্যা করতে টাকা বিনিয়োগ করেছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।