Logo
Logo
×

শেষ পাতা

ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু, গত ৯ দিনেই ১০১

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু, গত ৯ দিনেই ১০১

ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা থামছে না। গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩৫২ জনের মৃত্যু হলো। তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার ভেতরে সাত এবং ঢাকার বাইরে পাঁচজন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৪৪ জন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ১৪৬ এবং ঢাকার বাইরে ১ হাজার ৭২২ জন।

চলতি বছর এই রোগে রাজধানীর হাসপাতালগুলোতে ২৭৬ এবং ঢাকার বাইরে ৭৬ জন মারা গেছেন। চলতি আগস্টের ৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ২৩৭। চলতি বছর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে জুলাইয়ে। এ মাসে ২০৪ জনের মৃত্যু হয়েছে। সেই মাসে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৩ হাজার ৮৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৬৯ জন। তাদের মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৮১৪ এবং ঢাকার বাইরে ৩৬ হাজার ২৫৫ জন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম