Logo
Logo
×

শেষ পাতা

ঢাবিতে ছাত্রলীগে দ্বন্দ্ব

রোকেয়া হলের নেত্রীকে কক্ষছাড়া করার অভিযোগ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রোকেয়া হলের নেত্রীকে কক্ষছাড়া করার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল ছাত্রলীগের সহসভাপতি আয়েশা সিদ্দিকা রূপাকে কক্ষছাড়া করার অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে হলের ৭ মার্চ ভবনের ১১২১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

রূপা যুগান্তরকে বলেন, হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসাইন আপুর নির্দেশে ৮ থেকে ১০ জন মেয়ে আমাকে টেনেহিঁচড়ে কক্ষ থেকে বের করে দিয়েছেন। এর আগে আমার জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়া হয়। হলের যুগ্ম সাধারণ সম্পাদক সামিহা মাহুব ঐশী, সাংগঠনিক সম্পাদক বিপর্ণা রায়, ফারজানা পারভীনসহ কয়েকজনের আঘাতে আমি হাতে ও পায়ে জখম হই। চিকিৎসকের কাছে যেতে চাইলে প্রভোস্ট আমাকে যেতে দেননি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি আছি।

আতিকা বিনতে হোসাইন বলেন, আমি তো তাকে বের করে দেইনি। আমি এখন কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতি করি। যারা কেন্দ্রে রাজনীতি করে তারা সাধারণত হলের বিষয়গুলো দেখে না। হল ছাত্রলীগের পদপ্রত্যাশীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে হয়েছে। এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না।

প্রভোস্ট অধ্যাপক জিনাত হুদা বলেন, খবর পেয়ে হলের হাউসটিউটর ও সংশ্লিষ্টদের ঘটনাস্থলে পাঠাই। তখন রুপা আহত হওয়ার বিষয়ে কিছু বলেননি। চিকিৎসকও নিশ্চিত করেন- তার শরীরের কোথাও কোনো আঘাত নেই। তিনি আরও বলেন, হলের মেন বিল্ডিংয়ের ৪৪ নম্বর রুম রুপার জন্য নির্ধারিত। হল প্রশাসনের অনুমতি না নিয়ে তিনি ৭ মার্চ ভবনের ১১২১ নম্বর রুমে থাকে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত যুগান্তরকে বলেন, এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে কথা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হবে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম