Logo
Logo
×

শেষ পাতা

হিরো আলমের ওপর হামলা

১২ দূতাবাস ইইউর নিন্দা তদন্তের দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১২ দূতাবাস ইইউর নিন্দা তদন্তের দাবি

ফাইল ছবি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকায় অবস্থিত ১২টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস। যৌথভাবে এক বিবৃতিতে প্রতিবাদ জানায় দূতাবাসগুলো। দূতাবাস ও হাইকমিশনের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়।

বিবৃতিদাতা দূতাবাস ও হাইকমিশনগুলো হলো-কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল হোসেন আলমের যিনি হিরো আলম নামে পরিচিত তার ওপর হামলার নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে নিশ্চিত করতে হবে।

সোমবার ঢাকা-১৭ আসনের ভোটগ্রহণ চলাকালে হিরো আলমকে নৌকার ব্যজধারীরা রাস্তায় কয়েক দফায় পেটায়। হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান ওরফে শুভ বাদী হয়ে মঙ্গলবার মামলা করেন। মামলায় পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম