Logo
Logo
×

শেষ পাতা

থাকছে সেকেন্ড টাইম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৯ মে, আবেদন ১৫ মার্চ

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৯ মে, আবেদন ১৫ মার্চ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৯ মে থেকে শুরু হবে, চলবে ৩১ মে পর্যন্ত। গতবারের মতো এবারও দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। দুই ধাপে অনুষ্ঠিত আবেদন প্রক্রিয়ার মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুকদের প্রাথমিক আবেদন চলবে ১৫ মার্চ থেকে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত এবং যাচাই-বাছাই শেষে চূড়ান্ত আবেদন চলবে ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের ভর্তি পরীক্ষায় ২০২১ ও ২২ সালে উচ্চ মাধ্যমিক (সমমান) উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ বছর ‘এ’ (মানবিক), ‘বি’ (ব্যবসা) ও ‘সি’ (বিজ্ঞান) এই তিন ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন ইউনিটের জন্য প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। এ ছাড়া ‘এ’ এবং ‘সি’ ইউনিটের জন্য চূড়ান্ত আবেদন ফি ট্যাক্স ও ভ্যাটসহ এক হাজার ৩২০ টাকা এবং ‘বি’ ইউনিটের জন্য এক হাজার ১০০ টাকা। প্রতি ইউনিটে ৭২ হাজার করে শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হবেন। ১ ঘণ্টা সময়সীমার এই পরীক্ষা প্রতি ইউনিটের ক্ষেত্রে চার শিফটে অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে একসঙ্গে ১৮ হাজার করে শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসতে পারবেন। ৮০টি বহু নির্বাচনি প্রশ্নে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষার পূর্ণমান ১০০। ভর্তি পরীক্ষায় প্রতি চারটি ভুল প্রশ্নের জন্য ১ নম্বর কাটা যাবে। চার শিফটে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

আবেদনের যোগ্যতার বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায় মানবিক থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৭, বাণিজ্য থেকে ন্যূনতম ৭.৫ এবং বিজ্ঞান থেকে ন্যূনতম ৮ পেতে হবে। এ ছাড়া জিসিই (ও) লেভেল পরীক্ষায় পাঁটটি বিষয়ে এবং (এ) লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পর্যায়ে মোট সাত বিষয়ের মধ্যে চারটিতে বি এবং তিনটিতে সি গ্রেড পেতে হবে। তাছাড়া ইংরেজি প্রশ্নপত্রে কেউ পরীক্ষা দিতে আগ্রহী হলে চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম