স্পেশাল ট্রেনে রাজশাহীতে ১৫ হাজার নেতাকর্মী
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজশাহী স্টেশনে ট্রেন থেকে নামছেন আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে আসা নাটোর-২ আসনের সংসদ-সদস্য শফিকুল ইসলাম শিমুলের সমর্থক নেতাকর্মীরা -যুগান্তর
রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নিতে সিরাজগঞ্জ, রাজশাহীর বাঘা ও নওগাঁর রাণীনগর থেকে স্পেশাল ট্রেনে আওয়ামী লীগের ১৫ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নিয়েছেন। রোববার সকালে বিভিন্ন স্টেশন থেকে ট্রেনে চড়ে তারা রাজশাহীর উদ্দেশে রওয়ানা দেন। এ সম্পর্কে প্রতিনিধিদের পাঠানো খবর :
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ-সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্নার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী ট্রেনে রাজশাহী গেছেন। নেতাকর্মীদের নিয়ে সকাল সাড়ে ৯টায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ১২টি বগির স্পেশাল ট্রেন ছেড়ে যায়। ডা. হাবিবে মিল্লাতের নির্বাচনি এলাকার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা রাজশাহীর সমাবেশে যোগ দিতে ট্রেনটিতে রওনা দেন। কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশন থেকে নেতাকর্মীদের নেওয়া হয়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত ট্রেনটি রাজশাহীর উদ্দেশে রওনা হয়। এছাড়া সিরাজগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে শতাধিক বাস, মাইক্রোবাসে বিপুলসংখ্যক নেতাকর্মী রাজশাহীর উদ্দেশে রওনা হন।
সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ বলেন, ডা. হাবিবে মিল্লাত মুন্নার ব্যক্তিগত উদ্যোগে ট্রেনে করে নেতাকর্মীরা সমাবেশে যাওয়ার সুযোগ পেয়েছেন। স্লোগানে স্লোগানে মুখরিত ট্রেনের বগি ও ছাদে করে হাজার হাজার মানুষ যাচ্ছে। সমাবেশ শেষে নেতাকর্মীরা একই ট্রেনে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হবেন বলেও জানান তিনি। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হোসেন আলী হাসান বলেন, প্রধানমন্ত্রীর সমাবেশে সিরাজগঞ্জ থেকে ১০ হাজারের বেশি মানুষ অংশ নেন।
বাঘা (রাজশাহী) : বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশন থেকে সকাল সাড়ে ৯টার দিকে স্পেশাল ট্রেনে করে হাজারও নেতাকর্মী রাজশাহীর উদ্দেশে রওয়ানা হন। আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে দিয়েছেন। এ ট্রেনের যাত্রী ঝিনা গ্রামের আরশাদ আলী (৮০) বলেন, বঙ্গবন্ধু অনেক আগে রাজশাহীতে এসেছিলেন। ওই সময় তিনি ট্রেনের ব্যবস্থা করে দিয়েছিলেন। বঙ্গবন্ধুকন্যার জনসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রেনের ব্যবস্থা করে দিয়েছেন। ট্রেন নিরাপদ তাই ট্রেনে জনসভায় যাচ্ছি। তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। সাধারণ মানুষের অনেক উপকার হয়। শেখ হাসিনার বিকল্প নেই। আমরা আগামীতেও তাকেই চাই। আড়ানী রেলস্টেশন মাস্টার সদরুল হোসেন বলেন, রেল বিভাগের নির্দেশনায় ছয়টি বগিবিশিষ্ট স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে আড়ানী থেকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ছবি সংবলিত গেঞ্জি পরে নেতাকর্মীরা নৌকা ও স্পেশাল ট্রেনে প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নেন। বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল জানান, বাঘা-চারঘাট থেকে ১১টি নৌকা ও একটি স্পেশাল ট্রেন, ১৫০টি বাস, দুটি ট্রাক, অটো-ভটভটি ৭১টি, মাইক্রো ১৫টি যোগে ৪০ হাজার মানুষ জনসভায় যোগ দিয়েছেন।
রাণীনগর (নওগাঁ) : রাণীনগর উপজেলা থেকে স্পেশাল ট্রেনে পাঁচ হাজার নেতাকর্মী রাজশাহীর জনসভায় অংশ নেন। সকাল সাড়ে ১০টার দিকে রাণীনগর স্টেশন থেকে ??শান্তাহার স্পেশাল ট্রেন রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ-সদস্য আনোয়ার হোসেন হেলালের ব্যবস্থাপনায় নেতাকর্মীরা ট্রেনে করে জনসভায় অংশ নেন। রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু জানান, এমপি হেলালের নেতৃত্বে পাঁচ হাজার নেতাকর্মী প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাচ্ছি।
এমপি আনোয়োর হোসেন হেলাল বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে রূপান্তর করতে ট্রেন, ট্রাক ও বাসযোগে নেতাকর্মী ও সমর্থকদের যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কয়েক দিন ধরে এলাকার অনেক নেতাকর্মী রাজশাহী গিয়ে অবস্থান করছেন। রোববার সকালে স্পেশাল ট্রেনযোগে অনেক নেতাকর্মী রাজশাহী গেছেন।