Logo
Logo
×

শেষ পাতা

গুচ্ছ পদ্ধতিতে ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গুচ্ছ পদ্ধতিতে ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে -যুগান্তর

সারা দেশে ১৯টি কেন্দ্রে একযোগে গুচ্ছ পদ্ধতিতে ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) স্নাতক সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১ লাখ ৬২ হাজার শিক্ষার্থী আবেদন করে। তার মধ্যে পরীক্ষায় ৯৫-৯৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল। শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা এইচএসসি ও সমমানের পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের ওপর ভিত্তি প্রশ্নপত্র তৈরি করার কথা থাকলেও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন এসেছে বলে অভিযোগ তুলেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় পূর্ণাঙ্গ সিলেবাস থেকে প্রশ্নপত্র প্রণয়ন করায় সংক্ষিপ্ত সিলেবাসের ওপর প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে এসে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশ্ন কিছুটা আনকমন হয়েছে। গণিত, জীববিজ্ঞানের অনেক প্রশ্ন সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে থেকে এসেছে। প্রায় ২০-৩০ নম্বরের প্রশ্ন বাইরে থেকে করা হয়েছে। আমরা নির্ধারিত সিলেবাসে প্রস্তুতি নিয়ে এসেছি। অথচ প্রশ্ন করা হয়েছে প্রায় পূর্ণাঙ্গ সিলেবাস থেকে। তাই তেমন একটা ভালো পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। তবে বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, বিশেষ করে ‘গণিত’ ছাড়া বাকি বিষয়ের প্রশ্নগুলো মোটামুটি সহজ ছিল। গণিতের অনেক প্রশ্ন সিলেবাসের বাইরে থেকেও এসেছে। এদিকে সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে প্রশ্ন করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরাও। গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, বোর্ডে নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। এ ব্যাপারে কোনো পরীক্ষার্থীর অভিযোগ থাকলে লিখিতভাবে ভর্তি কমিটি বরাবর অভিযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি। ১৩ আগস্ট ‘বি’ ইউনিট ও ২০ আগস্ট ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চারটি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৬ দশমিক ৪৬ শতাংশ। চারটি ভবনে পরীক্ষার্থীর সংখা ছিল ৪ হাজার ৩৪৭ জন। উপস্থিত হয়েছে ৪ হাজার ১৯৩ জন ভর্তিচ্ছু। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম কেন্দ্র পরিদর্শন শেষে বলেন, ‘আমরা চেষ্টা করেছি সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে। গুচ্ছ পরীক্ষার উদ্দেশ্য ছিল ভর্তিচ্ছু ও অভিভাবকদের ভোগান্তি কমানো। একটি পরীক্ষা দিয়ে ২২টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি হয়েছে।’

শাবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাতটি ভবন, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৫ হাজার ৫২৯ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে সিলেটের বিভিন্ন সড়কে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ২০টি বাস দেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বারের মতো গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের খরচ ও ভোগান্তি বহুলাংশে কমেছে।

জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আবেদন করেছে ৬৪ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর ৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যুগ্ম আহ্বায়ক হিসাবে যৌথভাবে দায়িত্ব পালন করেছে। জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক যুগান্তরকে বলেন, আমাদের ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে প্রায় শতভাগ উপস্থিতি দেখা গেছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ব্যাপারে আমরা খুব সতর্ক ছিলাম।

পবিপ্রবি (পটুয়াখালী) : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত শিক্ষকদের ও দুমকি প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে নিয়ে বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন। পরীক্ষার্থীর উপস্থিতির হার ছিল ৯৬ শতাংশ।

বীরগঞ্জ (দিনাজপুর) : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার-১ এর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শুরুর পর হাবিপ্রবির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান ও ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার।

যশোর : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) শনিবার গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবি কেন্দ্রে দুজন বিশেষ চাহিদাসম্পন্ন এবং একজন গুরুতর অসুস্থ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন, আমরা তাদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করেছি। শিক্ষার্থীদের দুর্দশা লাঘবে গুচ্ছ পরীক্ষা পদ্ধতি একটি সফল পদ্ধতি হিসাবে প্রমাণিত হয়েছে।

পাবনা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে মোট পরীক্ষার্থী ১৭ হাজার ৪৩৮ জন। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়ছেন প্রায় ১৮ জন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ১১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল ৯৫.৩২ ভাগ।

বরিশাল : বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৪২৭৩ জন হলেও পরীক্ষায় অংশ নেয় ৪১১৯ জন শিক্ষার্থী। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১৫৪ জন। উপস্থিতির হার ৯৬ দশমিক ৩৯ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন পরীক্ষার হল পরিদর্শন করেন।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের মনিরামপুর বাজারে অবস্থিত শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও শাহজাদপুর ইব্রাহিম মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় ৩ হাজার ৩২২ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম