Logo
Logo
×

শেষ পাতা

সন্দেহের তির উকিল বাবার দিকে

রৌমারীতে মা-ছেলেকে গলা কেটে হত্যা

Icon

কুড়িগ্রাম ও রৌমারী প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রৌমারীতে মা-ছেলেকে গলা কেটে হত্যা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার নতুন বন্দর হাজিপাড়া গ্রামে হাবিব নামের ৫ মাসের এক শিশু ও তার মা হাফসা আকতারকে (২৬) গলা কেটে হত্যা করেছে দুর্র্বৃত্তরা। রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাজিপাড়া গ্রামের আব্দুর সবুর বলেন, শনিবার ভোরে পুকুর পাড়ের পাশে পরিত্যক্ত ধানখেত গোঙানির শব্দ পেয়ে হাফসা আকতারকে গলাকাটা অবস্থায় ও তার পাশে গলাকাটা অবস্থায় হাবিব নামে ৫ মাসের শিশুকে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে প্রতিবেশীদের জড়ো করি। তারা রৌমারী থানা পুলিশকে খবর দেন। পুলিশ শিশু হাবিবকে মৃত অবস্থায় আর হাফসাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে হাফসাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় হাজিপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, দেড় বছর আগে সদর ইউনিয়নের নতুন বন্দর গ্রামের হারুনর রশিদের মেয়ে হাফসার সঙ্গে পার্শ্ববর্তী শৌলমারী ইউনিয়নের ওকড়াকান্দা গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে দিনমজুর সাহেব আলীর বিয়ে হয়। পাঁচ মাস আগে তাদের ঘরে আহসান হাবিব নামের এক ছেলেসন্তানের জন্ম হয়। ঈদুল ফিতরের পরদিন স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়িতে রেখে কাজের সন্ধানে টাঙ্গাইল যান সাহেব আলী। বৃহস্পতিবার বিকালে হাফসা তার অসুস্থ শিশুকে নিয়ে শৌলমারী ইউনিয়নের ওকড়াকান্দা গ্রামে উকিল বাবা জাকির হোসেন ওরফে জফিয়ালের বাড়িতে যান। সেখানে রাত্রি যাপন করেন। পরদিন শুক্রবার সকালে উকিল বাবাকে নিয়ে কুড়িগ্রামে যান হাফসা। ওই দিন বিকালের পর থেকে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের সন্ধান পাননি স্বজনরা।

হাফসার ভাবি খাদিজা আক্তার বলেন, বিয়ের পর থেকেই উকিল বাবা জফিয়ালই বেশির ভাগ সময় হাফসাকে আনা-নেওয়া করতেন। বৃহস্পতিবার বিকালে অসুস্থ সন্তানের চিকিৎসার কথা বলে বাবার বাড়ি থেকে উকিল বাবার বাড়িতে যান হাফসা। তিনি বলেন, উকিল বাবাই এ ঘটনা ঘটাতে পারে। অভিযোগের বিষয়ে জানতে উকিল বাবা জাকির হোসেন ওরফে জফিয়ালের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জীবন কুমার সাহা বলেন, ওই নারীর গলার পেছন ও সামনে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম