Logo
Logo
×

শেষ পাতা

ওবায়দুল কাদেরকে কাদের মির্জা

পদ টেকাতে আপনি আত্মসমর্পণ করেছেন

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পদ টেকাতে আপনি আত্মসমর্পণ করেছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ টেকাতে অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব, আপনি কিভাবে আত্মসমর্থন করলেন? আমার আব্বা কি রাজাকার ছিলেন?’ বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে কোম্পানীগঞ্জ নাগরিক সমাজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা ছিল, তবে তিনি তা দেননি। মির্জা কাদের বলেন, তিনি আমাকে টেলিফোনে বলেন, ‘তুমি আমার পদ খাবে নাকি?’ আপনি মানুষের চোখে ধুলা দিয়ে কতদিন টিকে থাকবেন? এটা চলতে পারে না। ‘বঙ্গবন্ধুর সংগঠন আওয়ামী লীগ আজ পথহারা’ উল্লেখ করে আবদুল কাদের মির্জা প্রশ্ন করেন, চট্টগ্রামের নির্বাচন কি সুষ্ঠু হয়েছে? এটা কি মেনে নেওয়া যায়? প্রশ্নই ওঠে না। কিসের সুষ্ঠু হয়েছে? মায়ের বুক খালি হয়েছে। রক্তপাত হয়েছে। সেখানে ইভিএম ব্যবহার করে একজন প্রার্থীর পক্ষে ভোট নিয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে শেখ হাসিনাকেই। এর বিকল্প নেই, বিকল্প নেতৃত্বও নেই। বক্তব্য দিতে দিতে কাদের মির্জা স্লোগান দেন, ‘এক দফা এক দাবি, একরাম তুই কবে যাবি’। তিনি বলেন, একরাম চৌধুরীর বহিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। এ দাবিতে রোববার কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল পালিত হবে। এ সময় কোনো কাক-পক্ষিও উড়তে পারবে না।

মির্জা কাদের সেতুমন্ত্রীর উদ্দেশে বলেন, গ্যাস দেবেন বলেছেন, কোন ষড়যন্ত্রে গ্যাস আসেনি তা জানি। একরাম চৌধুরী আমার গ্যাসফিল্ডের নামটা পর্যন্ত নিয়ে গেছে। এসব বললে তিনি (ওবায়দুল কাদের) নাকি অসুস্থ, অসুস্থ হলে অপশক্তির কাছে মাথানত করেন কিভাবে? মন্ত্রীর কাছে লোকজন কোনো অভিযোগ নিয়ে যেতে পারে না উল্লেখ করে কাদের মির্জা বলেন, একরাম চৌধুরীর চামচারা সবসময় মন্ত্রীকে ঘিরে রাখে। এ পৌরমেয়র বলেন, ১৬ জানুয়ারি প্রমাণ হয়েছে নির্বাচন করতে অস্ত্র লাগে না।

কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও মহিলা আওয়ামী লীগের নেত্রী ফরিদা ইয়াছমিন মুক্তা এবং নাজমা বেগম শিপার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান প্রমুখ।

এবার ঢাকায় সংবাদ সম্মেলন : নোয়াখালীর অন্যায়, অনিয়ম, টেন্ডারবাজি, চাকরি বাণিজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে এবার ঢাকায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বসুরহাট আবদুল কাদের মির্জা। ২ ফেব্রুয়ারি বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বসুরহাট পৌরসভার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম