
প্রিন্ট: ০১ মে ২০২৫, ০৪:০৭ এএম
যশোরে এক স্কুলের ৬ ছাত্রীকে ধর্ষণ
হিজলায় ব্র্যাক কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ * শেরপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ * চার জেলায় ধর্ষণের শিকার আরও ৪ শিশু

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
যশোরে একটি স্কুলের ৬ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় আমিনুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ধর্ষক আমিনুর তাদের চকলেটসহ নানা রকম খাবারের লোভ দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষণ করে।
বরিশালের হিজলায় ব্র্যাক কর্মকর্তার বিরুদ্ধে পরিচ্ছন্নতাকর্র্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই কর্মকর্তা। শেরপুরের শ্রীবরদীতে অটোরিকশাচালকের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
এছাড়া বরিশালের গৌরনদী, নাটোর, রাজশাহী ও টাঙ্গাইলে চার শিশু ধর্ষণের শিকার হয়েছে। কুমিল্লার হোমনায় গণধর্ষণ মামলার প্রধান আসামি দুলাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
যশোর : শহরের খড়কী এলাকার মাওলানা শাহ আবদুল করিম (রহ.) খড়কী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকার আমিনুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা।
এর প্রতিবাদে বুধবার সকালে শিশুদের অভিভাবকসহ স্থানীয় লোকজন এলাকায় বিক্ষোভ করেছেন। পরে পুলিশ জড়িত ব্যক্তিকে আটকের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আরা বলেন, খড়কী দক্ষিণপাড়া পীরবাড়ি এলাকার আবদুল হালিমের ছেলে আমিনুর। তিনি তিন সন্তানের বাবা। স্কুলের ৬ শিশু শিক্ষার্থীকে চকলেট, আমসহ নানা ধরনের খাবার খাইয়ে তিনি এ অপকর্ম করে আসছেন।
২৮ এপ্রিল স্কুলের পরীক্ষায় ৫ শিশু অনুপস্থিত ছিল। কেন তারা অনুপস্থিত, সে বিষয়ে খোঁজ নিতে গিয়ে প্রাথমিকভাবে ঘটনাটি জানতে পারি। পরদিন স্কুল ম্যানেজিং কমিটির বৈঠকে ভুক্তভোগী তিন মেয়ে জানায়, আমিনুর তাদের খাবার কিনে দিয়ে ওইসব খারাপ কাজ করেছে।
তিনি বলেন, এ ঘটনায় সেই দিনই আমাকে আহ্বায়ক করে স্কুল কমিটির সভাপতি শাহ মোহাম্মদ কামরুল হাসানসহ ৪ জনকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম, শুকুর আলী, রেশমা বেগম, কামরুন নাহার, নুরুনাহারসহ অনেকে অভিযুক্ত আমিনুর রহমানের ফাঁসির দাবি জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দেয়ার পর মামলা হয়েছে। ভিকটিমদের ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত আমিনুর রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বরিশাল : হিজলায় এক ব্র্যাক কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ করেছেন এক নারী। তিনি বুধবার রাতে হিজলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্র্যাক কর্মকর্তা হলেন হিজলা উপজেলা ব্র্যাক মানবাধিকার ও আইনি সহায়তা কেন্দ্রের পরামর্শ কর্মকর্তা (পিও) মো. মিলন।
তিনি ঝিনাইদহের বাসিন্দা। অভিযোগকারী নারী একই প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। তার বাড়ি হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের চরকিল্লা গ্রামে। ওই নারীর অভিযোগ, চাকরিচুত্যির হুমকি দিয়ে ব্র্যাক অফিসের একটি কক্ষে মিলন বিভিন্ন সময়ে একাধিকবার তাকে ধর্ষণ করেছে। এ ঘটনার প্রতিবাদ করলে মিলন তাকে চাকরি থেকে ছাঁটাই করেন। মিলনের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নিলে তিনি ক্ষিপ্ত হয়ে ২৮ এপ্রিল বিকালে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় তাকে ফোনে ডেকে নেন। সেখানে মিলনের উপস্থিতিতে স্থানীয় কিছু প্রভাবশালী লোক তাকে মারধর করে। এরপর তিন বখাটের হাতে তুলে দেয়া হলে তারা পার্শ্ববর্তী বিলের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করেছে বলে তার অভিযোগ। ওই নারী বলেন, কিছুটা সুস্থ হয়ে বিষয়টি পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ করলে হিজলা থানার ওসিকে কার্যকরী ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন।
এ ব্যাপারে অভিযুক্ত মো. মিলন বলেন, অভিযোগকারী নারীকে এলাকার বেশির ভাগ মানুষ চরিত্রহীন হিসেবে চেনে। তার কাজ হল, বিভিন্ন মামলা-মোকদ্দমা করে মানুষকে ফাঁসানো। তাই মিথ্যা অভিযোগ দিয়ে আমাকেও ফাঁসানোর পাঁয়তারা করছে। হিজলা থানা পুলিশের ওসি এসএম মাকসুদুর রহমান জানান, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শেরপুর ও শ্রীবরদী : বুধবার দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার শংকরঘোষ গ্রামে অষ্টম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে এক অটোরিকশাচালক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত উজ্জ্বল মিয়া (৪০) শংকর ঘোষ গ্রামের নওশেদ আলীর ছেলে। এ ঘটনার পর তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন। ধর্ষণের শিকার ওই মাদ্রাসাছাত্রী শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে শ্রবিরদী থানায় মামলা হয়েছে। শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম হাসপাতালে ওই ছাত্রীর খোঁজ-খবর নিয়েছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
বড়াইগ্রাম (নাটোর) : খেলনা দেয়ার কথা বলে ডেকে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করেছে আমিন উদ্দিন (২৭) নামে এক লম্পট। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে। বিকালে লম্পট আমিন উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। আমিন উপজেলার কামারদহ গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার শিশুটি বাড়ির পাশের বাগানে তার মায়ের সঙ্গে বসে ছিল। এ সময় প্রতিবেশী আমিন উদ্দিন খেলনা দেয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে পাশের একটি ভুট্টাক্ষেতে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গ্রাম্য প্রধানরা শিশুটির স্বজনদের মামলা না করতে চাপ দেয়ার পাশাপাশি বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। পরে বৃহস্পতিবার শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেন।
পুঠিয়া (রাজশাহী) : পুঠিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক ইদ্রিস আলীর (৪৫) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বেলপুকুর ইউনিয়নের জামিরা-চকদুলোভপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে শিশুটি প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে খেলা শেষে বাড়ি ফিরছিল। পথে ওতপেতে থাকা একই গ্রামের ইসাহাক আলীর ছেলে ইদ্রিস আলী শিশুটিকে জোরপূর্বক পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ইদ্রিস পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার বিকালে বেলপুকুর থানায় মামলা করেছেন শিশুটির বাবা।
গৌরনদী : জিলাপির লোভ দেখিয়ে বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ধর্ষক আলী বেপারিকে (৪৫) আসামি করে বুধবার বিকালে থানায় একটি ধর্ষণের মামলা করেন। ধর্ষক আলী বেপারি উপজেলার কটকস্থল গ্রামের মৃত আকফাত বেপারির ছেলে ও গাছ ব্যবসায়ী। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মো. আসাদুজ্জামান জানান, ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে বৃহস্পতিবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল : সখীপুরে সাগর চন্দ্র কোচ (১৪) নামের এক আদিবাসী বখাটের বিরুদ্ধে ছয় বছর বয়সী শিশু চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস পানাউল্লাহ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষক সাগর চন্দ্র কোচ ওই গ্রামের নরেন্দ্র চন্দ্র কোচের ছেলে। মঙ্গলবার রাতেই শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। বুধবার রাত ১টার দিকে ধর্ষক সাগরকে গ্রেফতার করে পুলিশ। ওইদিনই মেয়েটির ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়।
বোয়ালমারী (ফরিদপুর) : উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামে প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে লংকারচর গ্রামের প্রতিবেশী আনন্দ বিশ্বাসকে (৫৫) আসামি করে থানায় মামলা করেছেন। এ ঘটনার পর থেকে আনন্দ বিশ্বাস পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে আনন্দ বিশ্বাস ওই স্কুলছাত্রীকে আম ও টাকা দেয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশে অর্ণবের আমবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
হোমনা (কুমিল্লা) : হোমনায় গণধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ডিএমপি পুলিশ ভাটারা থানার নয়ানগর এলাকা থেকে ধর্ষক দুলাল মিয়াকে গ্রেফতার করে। দুলাল মিয়া হোমনা উপজেলার ভিটি কালমিনা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।