ইনোভেটর্স ৭.০ চ্যাম্পিয়ন দ্য এজ

আইটি ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি উদ্ভাবনে ইনোভেটর্সের সপ্তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে দ্য এজ। রোবট নোভার দেওয়া ০০০৭ পাসওয়ার্ড ব্যবহার করে চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা করেন আয়োজক প্রতিষ্ঠান বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার কান তেরজিওগ্লু। এবারের আসরে প্রথম রানার্স আপ হয়েছে টিম রকেট ও দ্বিতীয় রানার্সআপ ফোর এআই।
তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে উৎসাহিত করতে ৪ ডিসেম্বর রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘ইনোভেটর্স ৭.০’ বিজয়ীদের ফাইনাল রাউন্ডে নির্বাচিত ৫টি দলকে পুরস্কৃত করা হয়।
চ্যাম্পিয়ন দল বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলালিংকের স্বত্বাধিকারী কোম্পানি ভিওন-এর কার্যালয় পরিদর্শনের সুযোগ পাবে। সেরা তিন দলের সব সদস্য বাংলালিংকের ফ্ল্যাগশিপ স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে অংশ নিতে পারবে।
এছাড়া সেরা পাঁচটি দলের সব প্রতিযোগী বাংলালিংকের অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিতে পারবে।
অক্টোবরে ইনোভেটর্সের ৭ম আসর শুরু হয়। এবারের আসরের মূল লক্ষ্য ছিল তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে উৎসাহিত করে তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনের বিকাশে সাহায্য করা। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৫ হাজারেরও বেশি প্রতিযোগী এবারের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত প্রতিযোগীরা তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। এর মধ্যে অন্যতম হলো বুট ক্যাম্প, গ্রুমিং সেশন, ওয়ার্কশপ ও বিভিন্ন প্রশিক্ষণ।
প্রতিযোগীরা তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাংলালিংকের বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ ও দিকনির্দেশনা পেয়েছেন। একাধিক ওয়ার্কশপ ও যথাযথ মূল্যায়নের মাধ্যমে সেরা পাঁচটি দলকে নির্বাচন করা হয়। আয়োজনের চূড়ান্ত পর্বে সেরা পাঁচটি দল অভিজ্ঞ বিচারকদের সামনে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের উদ্ভাবনী ডিজিটাল পরিকল্পনা উপস্থাপন করেন।