Logo
Logo
×

আইটি বিশ্ব

বন্ধ হতে পারে গুগল পডকাস্ট

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মার্কিন প্রযুক্তি জায়ান্ত গুগল সময়ের সঙ্গে সঙ্গে তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের ফিচার। গ্রাহকদের বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য এবং নতুন ও উন্নত পরিষেবা দিতে গুগল উন্মোচন করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। কিন্তু, জানা গেছে, প্রযুক্তি জায়ান্ট কোম্পানিটি ২০২৪ সালে বন্ধ করে দিতে পারে তাদের পডকাস্ট পরিষেবা। গুগল ঘোষণা করেছে, তারা ২০২৪ সালেই বন্ধ করবে তাদের পডকাস্ট পরিষেবা। গুগল একটি ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে যে, ‘আমরা ২০২৪ সালের দিকে তাকিয়ে রয়েছি। ২০২৪ সালে বন্ধ করে দেওয়া হবে গুগলের পডকাস্ট পরিষেবা। কারণ আমাদের ফোকাস ইউটিউব মিউজিকের উপরে’।

ব্লগ পোস্টে আরও বলা হয়, ‘গুগল পডকাস্ট বন্ধ করে, ইউটিউব পডকাস্টের ওপর জোর দেওয়া গুগলের লক্ষ্য। ইউটিউব বর্তমানে খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম। এবার আমাদের লক্ষ্য ইউটিউব পডকাস্ট তথা ইউটিউব মিউজিকের উপরে গুরুত্ব দেওয়া। এ প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা সাহায্য করব গুগল পডকাস্ট ব্যবহারকারীদের, তারা যেন ইউটিউব পডকাস্টে চলে যান। কারণ ২০২৪ সালেই বন্ধ করে দেওয়া হবে গুগল পডকাস্ট’।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম