Logo
Logo
×

আইটি বিশ্ব

ইউটিলিটি বিল ব্যবস্থা সহজ করবে ‘ভাড়াটিয়া’ অ্যাপস

Icon

প্রকাশ: ০৪ জুন ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইউটিলিটি বিল ব্যবস্থা সহজ করবে ‘ভাড়াটিয়া’ অ্যাপস

বাড়িওয়ালাদের নানা ধরনের ইউটিলিটি বিলিং ব্যবস্থা ঝামেলামুক্ত ও সাশ্রয়ী করতে এসেছে নতুন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ‘ভাড়াটিয়া’।

এটি একটি ক্লাউডভিত্তিক ইউটিলিটি বিলিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটি দিয়ে অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, বাসা ও দোকানের প্রতি মাসের বিদ্যুৎ, পানি, গ্যাস বিল, নিরাপত্তা ও সার্ভিস চার্জসহ অন্যান্য হিসাব খুব সহজেই তৈরি করা যায়। সাধারণত কমার্শিয়াল বৈদ্যুতিক মিটারের ক্ষেত্রে পিক-অফ পিক মিটার রিডিংয়ের সঙ্গে আলাদাভাবে পিক-অফ পিক বৈদ্যুতিক রেটের যে হিসাব তা সহজেই করা যাবে ‘ভাড়াটিয়ায়’। তাছাড়া আবাসিক মিটারের হিসাব ও করা যাবে খুব সহজেই। ‘ভাড়াটিয়া’ ১৫-২০ সেকেন্ডে একটি বিল তৈরি করতে পারে।

সংরক্ষণ করা যাবে ভাড়াটিয়াদের সব তথ্য। সর্বোচ্চ ১৫ মেগাবাইটের কোনো চুক্তিপত্র অথবা কোনো গুরুত্বপূর্ণ ফাইল আপলোড করে রাখা যাবে ও প্রয়োজনে যে কোনো ডিভাইস থেকে তা দেখা যাবে ও ডাউনলোড করা যাবে। জানা যাবে, কার কাছে কত বকেয়া পাওনা আছে। কোন মাসে কত বিল আদায় হয়ছে। কোনো বাড়িঘর, অ্যাপার্টমেন্ট বা দোকান খালি আছে কিনা, তা-ও জানা যাবে ‘ভাড়াটিয়া’ থেকে।

প্রতি মাসের যে বিল তৈরি হচ্ছে, তা ভাড়াটিয়ার মোবাইল ফোনে মেসেজ দিয়ে জানাতে পারবেন। ব্যাংকে বিদ্যুৎ, গ্যাস, পানির বিল দিতে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে মূল্যবান সময়ের অপচয় হবে না। ‘ভাড়াটিয়াতে’ বিদ্যুৎ বিলিং এপিআই ব্যবহার করে বাড়িওয়ালারা ঘরে বসেই ইউটিলিটি বিল দিতে পারবেন। বাড়ি ভাড়ার অ্যাডও দেয়া যাবে। বাড়ি খোঁজার কাজটি করা যাবে ঘরে বসে। এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে http://www.varatizaa.com থেকে। -আইটি ডেস্ক

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম