ইলন মাস্ক ‘সিরিয়াস’
আসছে নতুন সামাজিক মাধ্যম
আইটি ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ০২:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
স্পেসএক্স ও ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা প্রধান ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরির কথা ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন। শনিবার (২৬ মার্চ) টুইটারে এ খবর জানান বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। টুইটারে মাস্ক লিখেন-‘একটি নতুন মাধ্যম প্রয়োজন’।
এক ব্যবহারকারী টুইটারে মাস্ককে প্রশ্ন করেন, নতুন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরির বিষয়টি তার বিবেচনায় আছে কিনা, যেখানে একটি ‘ওপেন সোর্স অ্যালগরিদম’ থাকবে, বাকস্বাধীনতাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রচারণামূলক রটনার হার ন্যূনতম হবে?
ইলন মাস্ক টুইটারে যথেষ্ট সক্রিয় হয়েও সামাজিক মাধ্যমটির সাম্প্রতিক নীতিমালার কঠোর সমালোচনাও করেছেন মাস্ক।
মাস্কের মতে, ‘টুইটার বাকস্বাধীনতার নিয়ম মানতে ব্যর্থ হয়েছে এবং এতে গণতন্ত্রের অবমূল্যায়ন হচ্ছে।’
টুইটারে এক অনলাইন জরিপ করেন মাস্ক, যেখানে প্রশ্ন করা হয়, ‘টুইটার কি বাকস্বাধীনতার নিয়ম মানছে?’ উল্লেখ্য অনলাইন জরিপে প্রশ্নের জবাবে ৭০ শতাংশই ‘না’ বলেছেন। এ জরিপের ফলাফল খুব গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন টেসলা প্রধান।
তবে মাস্ক যদি সত্যিই কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম তৈরি করেন, তাহলে তাকে ক্রমবর্ধমান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতার দৌড়ে নামতে হবে। এই মুহূর্তে তারাই নিজেদের বাকস্বাধীনতার ক্ষেত্রে চ্যাম্পিয়ন বলে দাবি করছে। পাশাপাশি, মাস্ক নতুন সামাজিক মাধ্যমে সেসব ব্যবহারকারী টানতে সক্ষম হবেন যারা মনে করেন টুইটার, ফেসবুক এবং ইউটিউবের মতো সামাজিক মাধ্যম তাদের মতপ্রকাশে বাধা দেয়।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’, টুইটারের প্রতিদ্বন্দ্বী ‘গেটার’, ‘পারলার’ এবং ভিডিও সাইট ‘রাম্বল’; এদের কোনোটিই এখনো মূলধারার সামাজিক মাধ্যমগুলোর জনপ্রিয়তার ধারে কাছে আসতে পারেনি। তবে টেসলা এবং স্পেসএক্সের মতো সফল প্রতিষ্ঠান এসেছে যে মানুষটির হাত ধরে তার সামাজিক যোগাযোগ মাধ্যমও নিশ্চয় সফলতা পাবে এমনটাই ভাবছেন প্রযুক্তি বিশ্লেষকরা।