Logo
Logo
×

আইটি বিশ্ব

চার্জ হবে না চুরি করা আইফোন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চার্জ হবে না চুরি করা আইফোন

প্রতীকী ছবি

নতুন এক ফিচারের মাধ্যমে চুরি করা আইফোন পুনরায় ব্যবহার করার পথ বন্ধ করে দিতে যাচ্ছে অ্যাপল।

আইওএস ১১.৪ বেটা সংস্করণে নতুন ফিচারটি তারা যুক্ত করতে যাচ্ছে। ইউএসবি রেস্ট্রিক্টেড মোডে ফিচারটি শনাক্ত করেছে সফটওয়্যার ব্লগ এলকমসফট। ফোন চুরি করার পর যদি সাত দিনের মধ্যে যদি পাসওয়ার্ড, ফেইস আইডি, প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট প্রবেশ না করানো হয় তাহলে ফোনে চার্জ দেয়ার অপশন বন্ধ হয়ে যাবে।

ফোন চুরির সাত দিনের মাথায় যদি পুলিশ তা উদ্ধার করতে না পারে তাহলে পিসিতেও ফোনটি কানেক্ট করা যাবে না। ফলে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য থাকবে সুরক্ষিত।

অ্যাপলের নথিপত্র থেকে জানা গেছে, নিরাপত্তা আরও জোরদার করতেই ফিচারটি যুক্ত করা হচ্ছে। ব্যবহারকারীদের সপ্তাহে একদিন আনলক করা অবস্থায় ফোন চার্জে দিতে হবে নয়তো ডিভাইসের পাসওয়ার্ড প্রবেশ করাতে হবে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আইফোন ব্যবহারকারীদের হাতে পৌঁছে যাবে আইওএস ১১.৪ সংস্করনের আপডেট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম