Logo
Logo
×

আইটি বিশ্ব

চাইলেই শেষ ১৫ মিনিট সার্চ হিস্ট্রি মোছা যাবে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চাইলেই শেষ ১৫ মিনিট সার্চ হিস্ট্রি মোছা যাবে

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল অ্যান্ড্রয়েড অ্যাপে এতদিন এক ট্যাপে ‘সার্চ-হিস্ট্রি’ মোছার কোনো সুবিধা ছিল না। তবে অবশেষে অ্যান্ড্রয়েড অ্যাপে শেষ ১৫ মিনিট-এর ‘সার্চ হিস্ট্রি’ মুছে দেওয়ার সুবিধা আনছে গুগল।

গুগল অ্যান্ড্রয়েড অ্যাপে এতদিন এক ট্যাপে ‘সার্চ-হিস্ট্রি’ মোছার কোনো সুবিধা ছিল না। তবে অবশেষে অ্যান্ড্রয়েড অ্যাপে শেষ ১৫ মিনিট-এর ‘সার্চ হিস্ট্রি’ মুছে দেওয়ার সুবিধা আনছে গুগল। ‘আমরা ফিচারটি গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপে যোগ করেছি এবং আশা করছি কয়েক সপ্তাহের মধ্যে অ্যাপটি সব ব্যবহারকারীর কাছে পৌঁছাবে।’ ‘আমরা অন্যান্য মাধ্যমে উপকারী এ ফিচারটি আনার উপায় খুজছি।’ এক বিবৃতিতে জানিয়েছেন গুগল মুখপাত্র নেড আদ্রিয়েন্স।

ফিচারটি প্রথম চিহ্নিত করেছেন ‘এক্সডিএ ডেভেলপারস’-এর সাবেক প্রধান সম্পাদক মিশাল রহমান, যিনি অ্যাপটি বরাদ্দের বিষয়ে গোপন সংবাদ পেয়েছিলেন। ভার্জের সম্পাদকও তার ফোনের অ্যাপে ফিচারটির দেখা পেয়েছেন। ফোনে ফিচারটি যাচাই করতে চাইলে, গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ খোলার পর প্রোফাইল পিকে চাপ দিয়ে, ‘ডিলিট লাস্ট ১৫ মিনিট’ অপশনটি খুঁজতে হবে। গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপে ফিচারটি আসতে সময় খানিকটা বেশিই লেগেছে। ‘গুগল আই/ও’-তে ফিচারটি আনার ঘোষণা এসেছিল গত বছরের মে মাসে এবং ‘আইওএস’ অ্যাপে ফিচারটি এসেছে জুলাইয়ে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম