Logo
Logo
×

আইটি বিশ্ব

চলতি বছর ঢাকায় প্রোগ্রামিং বিশ্বকাপ আইসিপিসি

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চলতি বছর ঢাকায় প্রোগ্রামিং বিশ্বকাপ আইসিপিসি

ছবি: সংগৃহীত

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে প্রোগ্রামিংয়ের অলিম্পিয়াড খ্যাত ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট আইসিপিসি’র ওয়ার্ল্ড ফাইনাল। তরুণ প্রজন্মের জন্য প্রতি বছর বিশেষভাবে আয়োজিত হয় ‘ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি)’। এ আয়োজনটির ৪৫তম আসরের ‘আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল ঢাকা’ এবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং সমস্যা সমাধানের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও সম্মানজনক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা হলো আইসিপিসি। আইসিপিসি আয়োজনের মূল উদ্যোক্তা হিসাবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বেলর বিশ্ববিদ্যালয়। বর্তমানে এ আন্তর্জাতিক প্রতিযোগিতাটি আয়োজন করে আইসিপিসি ফাউন্ডেশন।

আইসিপিসি-এর ৪৫তম আসরের আয়োজক হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এ প্রোগ্রাম আয়োজনের গ্লোবাল হোস্ট ‘আইসিপিসি ফাউন্ডেশন’, একাডেমিক হোস্ট ‘ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক’, বাংলাদেশ এবং সহ-আয়োজক হিসাবে কাজ করছে ‘বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল’।

এ আয়োজনকে ঘিরে বিসিসি একটি বিশেষ অনুষ্ঠান ৮ মার্চ ২০২২, মঙ্গলবার রাজধানী ঢাকার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি অডিটরিয়ামে আয়োজন করে যেখানে ‘আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল ঢাকা ২০২২’-এর হোস্ট কান্ট্রি হিসাবে বাংলাদেশের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এই প্রথমবারের মতো বাংলাদেশ এ ইভেন্টের আয়োজন করছে এবং চীন, জাপান এবং থাইল্যান্ডের পর বাংলাদেশ এশিয়ার মাত্র চতুর্থ দেশ যারা এ ইভেন্টের আয়োজক হওয়ার গৌরব অর্জন করেছে।

আইসিপিসির যাত্রা শুরু হয় ১৯৭০ সাল থেকে। যদিও ১৯৭৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত এ আয়োজনের দায়িত্বে ছিল কম্পিউটারের বৈজ্ঞানিক গবেষণার অন্যতম বৃহৎ ও পুরোনো প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি (এসিএম)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম