Logo
Logo
×

আইটি বিশ্ব

জরিমানা পরিশোধে রাজি ফেসবুক

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জরিমানা পরিশোধে রাজি ফেসবুক

প্রায় এক দশকের পুরোনো মামলা নিষ্পত্তিতে ৯০ মিলিয়ন ডলার পরিশোধে রাজি হয়েছে ফেসবুক। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে ব্যবহারকারীর সংগৃহীত সেসব ডেটা মুছে ফেলতে হবে। ব্যবহারকারীদের ইন্টারনেট কার্যকলাপ ট্র্যাকিংয়ের দায়ে করা মামলার নিষ্পত্তি চাচ্ছেন মেটা ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট থেকে লগআউট হয়ে যাওয়ার পর ফেসবুক ব্যবহারকারীদের কার্যকলাপ নজরদারি করত।

সোমবার রাতে মামলা নিষ্পতির প্রাথমিক ফাইল স্যান জোসের ডিস্ট্রিক্ট কোর্টে জমা হয়েছে। ব্যবহারকারীরা অভিযোগ করেছিলেন, ফেসবুক তাদের প্লাগইন ব্যবহার করে কুকিজ সংরক্ষণ করত এবং যেসব ওয়েবসাইটে সেটি ইনস্টল করা ছিল সেসব ওয়েবসাইটে ব্যবহারকারীদের নজরদারি করত। এরপর ব্রাউজিং হিস্টোরি বিজ্ঞাপনকারীদের কাছে বিক্রি করত। এর আগে ২০১৭ সালে মামলাটি বাতিল হয়েছিল। যদিও ২০২০ সালের এপ্রিলে আবার মামলাটি সচল করা হয়। জরিমানা পরিশোধে রাজি হলেও ফেসবুক ভুল করেছে সেটি স্বীকার করেনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম