দ্রুতগতির ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরির জন্য কোয়ালকমের সঙ্গে কাজ করবে ফেসবুক। তাদের লক্ষ্য, বিশ্বজুড়ে একদিন ফেসবুকের ওয়াই-ফাই নেটওয়ার্ক থাকবে। সেজন্য নতুন ৬০ গিগাহার্জ ফ্রিকুয়েন্সি নেটওয়ার্ক ব্যবহার করা হবে, সে কাজটি করবে কোয়ালকমের নতুন নেটওয়ার্ক চিপসেট। এ ব্যাপারে কোয়ালকম মুখপাত্র জানিয়েছেন, নতুন নেটওয়ার্ক শুধু শহরে নয়, গ্রামেও ভালোভাবে কাজ করবে। তারা চেষ্টা করবেন নিশ্ছিদ্র নেটওয়ার্ক যাতে সবখানে পৌঁছে যায়। আগামী বছরের মধ্যভাগ থেকে পরীক্ষা-নিরীক্ষা শুরু করবে ফেসবুক ও কোয়ালকম। তবে কবে থেকে সবার জন্য সেবাটি চালু করা হবে তা নিয়ে কিছু জানা যায়নি। এদিকে কোয়ালকম ৫ম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক নিয়েও কাজ করে যাচ্ছে। তাদের নেটওয়ার্ক চিপসেট ব্যবহার করবে নকিয়া, স্যামসাং ও অন্যান্য ফোন নির্মাতারা। তবে সে তালিকায় অ্যাপল নাও থাকতে পারে। ধারণা করা হচ্ছে, ৫ম প্রজন্মের নেটওয়ার্ক ও ফেসবুকের ওয়াই-ফাই প্রজেক্ট বিশ্বে তারের মাধ্যমে সংযোগের প্রয়োজন অনেকটাই কমাবে। -আইটি ডেস্ক