অনলাইন নিলাম সওদায় শাহাবুদ্দিনের চিত্রকর্ম
আইটি ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ০২:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের অনলাইন নিলাম শুরু হলো বাংলাদেশি আন্তর্জাতিক অনলাইন নিলাম প্ল্যাটফরম ‘সওদা’য়। এর ফলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শাহাবুদ্দিনের চিত্রকর্ম নিলামের মাধ্যমে কিনতে পারবেন। ২৯ আগস্ট বাংলাদেশ সময় দুপুর ২টায় অনুষ্ঠিত এক ওয়েবিনারের মাধ্যমে এই নিলাম শুরু হয়। ওয়েবিনারে উপস্থিত ছিলেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, শিল্পী আফজাল হোসেন, শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ, আর্ট এজেন্সি আর্টকনের ফাউন্ডার এ আর কে রিপন এবং সওদার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকারিয়া স্বপন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ ওয়েবিনারে তার শিল্পকর্ম, দেশপ্রেম, মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন তথ্য শেয়ার করেন এবং সওদার নতুন এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, ‘পৃথিবীতে ধৈর্যশীল মানুষের সংখ্যা খুব বেশি নয়। নতুন এ উদ্যোগের মাধ্যমে শিল্পকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলতে হলে ধৈর্য সহকারে এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে যেতে হবে।’ সওদার বিভিন্ন দিক তুলে ধরে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকারিয়া স্বপন বলেন, ‘শুরুতেই সওদা’য় বিভিন্ন পণ্যের নিলাম ব্যবহারকারী তথা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। পরীক্ষামূলকভাবে সেই ধাপ পার হয়ে এখন আমরা আন্তর্জাতিকভাবে বড় পরিসরে অকশনের আয়োজন করতে যাচ্ছি। বিখ্যাত শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের মাধ্যমে সেই যাত্রা শুরু হলো। সামনে আরও নতুন কিছু নিয়ে হাজির হবে সওদা। অনলাইন অকশন প্ল্যাটফর্ম ‘সওদা’র এ বিশেষ নিলাম চলবে সেপ্টেম্বরজুড়ে। শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম দেখতে এবং নিলামে অংশ নিতে ভিজিট করতে হবে https://sowda.com/