বিগডাটা অ্যানালাইটিক্স চ্যাম্পিয়ন রেডিসন ডিজিটাল

আইটি ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আইসিটি অ্যাওয়ার্ডস-২০২০-এর বিগডাটা অ্যানালাইটিক্স বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রেডিসন ডিজিটাল টেকনোলজিস্ লিমিটেড। এবারে ৩৬টি ক্যাটাগরিতে ৫৯ জন প্রতিযোগীকে সম্মানিত করার পাশাপাশি বিচারক ও আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে।
বৈশ্বিক করোনা মহামারির জন্য এবারের আয়োজনটি ভিন্নভাবে আয়োজন করা হয়ে। ২৭ জুন বিকাল ৪টায় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এটি সম্প্রচারিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর ও বেসিসের পরিচালকরা।
রেডিসন ডিজিটাল টেকনোলজিস্ লিমিটেড ২০১৮ সালেও আইসিটি অ্যাওয়ার্ডে চ্যাম্পিয়ন হয়েছিল। দীর্ঘ ১৫ বছর যাবৎ দেশের আইটি, আইটিএস, বিপিএ, টেলিকম, প্রকৌশল ও ম্যানপাওয়ার আউটসোর্সিংসহ বিভিন্ন সেক্টরে কাজ করে আসছে।
টেলেএনালিটিক্স ২.০ প্লাটফর্মটি টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির ডাটা অ্যানালাইসিসের জন্য ওয়ানস্টপ সল্যুশন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি প্রদান এটি একটি অনন্য উদ্যোগ। এর সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান তিনি।