ফেসবুকে অস্থায়ী প্রোফাইল ছবি দেয়ার কৌশল
আইটি ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশেষ দিবস বা কোনো উৎসব উপলক্ষে অনেকেই ফেসবুকে নতুন প্রোফাইল ছবি কিংবা ফ্রেম যুক্ত করেন। উৎসব শেষ হলে তা সরিয়ে আবার পুরনো প্রোফাইল ছবিতে ফিরে যান তারা। এ ক্ষেত্রে আবার বিশেষ দিবসের প্রোফাইল ছবি পরিবর্তন করে পুরনোটি যুক্ত করতে হয়, যা অনেকের কাছেই বিরক্তিকর মনে হয়। তাই বিশেষ দিবসে অনেকে প্রোফাইল ছবি পরিবর্তন করেন না। এমন ব্যবহারকারীদের জন্য অস্থায়ী প্রোফাইল ছবি যুক্ত করার সুবিধা রয়েছে ফেসবুকে। এতে ব্যবহারকারীরা নির্ধারণ করে দিতে পারবেন প্রোফাইলে ছবিটি কতদিন থাকবে। নির্দিষ্ট দিন শেষ হলে পুরনো ছবিটি স্বয়ংক্রিয়ভাবেই প্রোফাইল ছবিতে যুক্ত হয়ে যাবে।
কীভাবে ফেসবুকে অস্থায়ীভাবে একটি প্রোফাইল ছবি দিতে হয় তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হল। ফেসবুকে লগইন করে প্রোফাইল ছবির ওপরের থাকা ‘update profile picture’ অপশনে ক্লিক করতে হবে।
তারপর যে ছবিটি প্রোফাইল ছবি বা ফ্রেমটি যুক্ত করতে চান তা সিলেক্ট করতে হবে। এর পর ছবিটির বাম পাশে নিচে ‘Make Temporary’ অপশনটিতে ক্লিক করে কয়দিনের জন্য ছবিটি প্রোফাইলে যুক্ত করতে চান তা নির্ধারণ করে দিতে হবে। এতে ঘণ্টা, দিন, মাস কিংবা চাইলে আপনি আপনার মতো সময় নির্ধারণ করে দিতে পারেন। সময় নির্ধারণ করে দিয়ে সেইভ বাটনে ক্লিক করতে হবে।
