Logo
Logo
×

আইটি বিশ্ব

অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ০১:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

এখন সহজে এবং দ্রুত পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করা যায়। সব ধরনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ‘পরিচয়’ নামের অ্যাপ ব্যবহার করে সহজেই এনআইডি নিশ্চিত হতে পারবে। পরিচয় অ্যাপ ও ওয়েবসাইটের (www.porichoy.gov.bd) মাধ্যমে মূলত এনআইডি কার্ডের নম্বরটি থেকে গ্রাহকদের তথ্য যাচাই-বাছাই করা হবে। প্রাথমিকভাবে গ্রাহকের নাম, বাবার নাম, মায়ের নাম, বয়স ও ঠিকানা যাচাই করা যাবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ডিজিটাল ওয়ালেট অ্যাকাউন্ট খোলার মতো যেসব কাজে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রয়োজন হয়, সেসব কাজ সহজসাধ্য হবে। কারণ ‘পরিচয়’ ব্যবহার করলে জাতীয় আইডি যাচাই করার জন্য কোনো মানুষের প্রয়োজন নেই। যে কোনো প্রতিষ্ঠান অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় আইডি শনাক্তের ফলাফল সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম