প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজি-মার্কের নতুন অফিস
আইটি ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ০১:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
দেশের তথ্যপ্রযুক্তি ও নিরাপত্তা সংশ্লিষ্ট পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ডিজি-মার্ক সলুশন ২০০৬ সালে যাত্রা শুরু করে। দীর্ঘ ১৪ বছরের পথচলায় প্রতিষ্ঠানটির কলেবর এখন অনেক বড়। বর্তমানে প্রতিষ্ঠানটি জেডকেটেকো, হিকভিশন, ভাইয়ানস, বিএন্ডটি অন, অ্যাসপর, ডিএসপিপিএসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য বাজারজাত করছে। টোটাল সিকিউরিটি সলুশন, বিশেষ করে, অ্যাকসেস কন্ট্রোল ও টাইম অ্যাটেন্ডেন্সসহ মোবাইল অ্যাক্সেসরিজ এবং ডিজিটাল পিএ/ভিএ সিস্টেম নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। গত ১৫ জানুয়ারি রাজধানীর মতিঝিলের রহমানিয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্সে বড় পরিসরে প্রতিষ্ঠানটির নতুন অফিস উদ্বোধন করেন ডিজি-মার্ক সলুশনের সিইও মো. শাহরিয়ার আলম। অনুষ্ঠানে মতিঝিল কম্পিউটার সমিতির নেতৃবৃন্দ এবং ডিজি-মার্ক সলুশনের ডিলার ও পার্টনার প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিজি-মার্ক সলুশনের সিইও মো. শাহরিয়ার আলম এ সময় জানান, নতুন এ অফিসসহ প্রতিষ্ঠানটির আরও ৫টি শাখা অফিস আছে। এসব শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি মানুষের কাছে অত্যাধুনিক প্রযুক্তিপণ্য পৌঁছে দিতে কাজ করছে।